এশিয়ার সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমা

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ১৫:২৭

আপডেট: ০৩-১০-২০২৩ ১৫:২৭

ক্রীড়া ডেস্ক: এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিন্টোল চ্যাম্পিয়নশিপ বেল্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা। 

ঢাকায় প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ-টু ফাইটে নেপালের মহেন্দ্র বাহাদুরকে হারিয়ে শিরোপা জেতেন সুর কৃষ্ণ। 

এই প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।  

 

SMS/Bodiar