মাবুদ আজমী: রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট থেকে বনানী পর্যন্ত সড়কের বেহাল দশা। একদিকে ভাঙ্গাচোড়া আর খানখন্দ, অন্যদিকে দখল হতে হতে সরু হয়ে গেছে চলার পথ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথের যাত্রীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে সড়কটি টিএন্ডটির, তাদের অনুমতি পেলে সিটি করপোরেশন সড়কটি মেরামত করে দেবে।
কর্দমাক্ত ভাঙ্গাচোড়া এই সড়ক দেখে বোঝার উপায় নেই এটি রাজধানী ঢাকার কোন সড়ক। এটি রাজধানীর অভিজাত এলাকা বনানীর সাথে মহাখালী ওয়ারলেসগেট এলাকার সংযোগ সড়ক।
খানাখন্দে ভড়া এই সড়কে চলাচল করাই দায়। দীর্ঘদিন মেরামত না করায় ও বেহাল অবস্থার সুযোগে সড়কটির অনেকাংশ দখল হয়ে গড়ে উঠেছে দোকানপাট ও পিকঅ্যাপ স্ট্যান্ড। পাশেই টিএন্ডটি মাঠের প্রাচীর ভেঙ্গেও দখলের চেষ্টা চলছে। এ এলাকায় রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস। একটু বৃষ্টি হলেই বিপাকে পড়েন শিক্ষার্থী ও অফিসগামীরা।
বনানীর প্রাচীর ঘেষা এই সড়কে ঘটছে নানা দুর্ঘটনাও। সড়কটির বেহাল অবস্থার জন্য কেউ দায় নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় কাউন্সিলর জানান, টিএন্ডটির, তারা দীর্ঘ দিন সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও বর্তমান বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে অর্থের অভাবে তারা সড়কটি সংস্কার করতে পারছে না।
Azmi/Bodiar