ছবি তুলতে মানা করলেন আনুষ্কা

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ১৪:২৪

আপডেট: ০৩-১০-২০২৩ ১৪:২৪

বিনোদন ডেস্ক: দ্বিতীয় বার মা হতে চলেছেন আনুষ্কা। সেই জল্পনা যেন সত্যির ছোঁয়া পেয়েছে। কেননা সম্প্রতি ক্যামেরা পার্সনদের নিজের ছবি তুলতেও মানা করেছেন তিনি। এমনি এ নিয়ে নাকি অনেককে ধমকও দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

গত শনিবার এমনই খবর ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে আনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। সম্প্রতি এক ক্লিনিকের বাইরে আনুষ্কাকে দেখা যায়। তার পোশাক দেখে আলোকচিত্রীরা অনুমান করেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। যদিও সেই ছবি প্রকাশ্যে আসেনি।

এই ঘটনার এক দিন কাটতে না কাটতেই মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল অভিনেত্রীকে। অবশ্য গাড়িতে ছিলেন আনুষ্কা। পরনে ঢিলে শার্ট ও ডেনিম। ছবিশিকারিদের দেখা মাত্র কড়া ভাবে বলে দিলেন, ‘‘একদম ছবি তুলবেন না।’’ 

এমনিতেই ভামিকার জন্মের পর মেয়ের ছবি তোলা নিয়ে বাড়তি সর্তকতা অবলম্বন করেন কোহলি দম্পতি। তা হলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও সে পথেই হাঁটবেন আনুষ্কা, সেই অনুমান অগণিত নেটাগরিকের।

 

Rehana/Bodiar