ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-অটোভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে এলেম শেখ (৪৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।
গতকাল সোমবার (দোসরা অক্টোবর) রাতে বোয়ালমারী উপজেলার সাতাইর ইউনিয়নের কাদিরদী উচ্চ বিদ্যালয়র সামনে এ ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক এলেম শেখ পার্শ্ববর্তী মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ফুলবাড়ী দস্তরদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে বোয়ালমারীগামী একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। এাসময় ট্রাকটি দ্রুত পালাতে গিয়ে একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাক চালকের সহকারী রাজু মিয়াকে (২৮) স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
Kaniz/Bodiar