অতিমুনাফা লোভীদের জন্য জনগণের ভোগান্তি বাড়ছে: রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ১৩:৫৬

আপডেট: ০৩-১০-২০২৩ ১৭:১৬

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শ্রমিকদের হাতিয়ার করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করে একটি মহল। তাই শ্রমিকদের যেন ব্যবহার করতে না পারে সেজন্য তাদের অধিকার নিশ্চিত করতে হবে।  

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

রাষ্ট্রপতি বলেন, টেকসই শিল্পায়ন স্মার্ট বাংলাদেশের দর্শন। অতিমুনাফা লোভীদের জন্য ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে ও জনগণের ভোগান্তি বাড়ছে।  

অল্পকিছু লোকের দায় গোটা ব্যবসায়ী সমাজ নিতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। এসব দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। 

 

afroza/Bodiar