গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জে ইউএনওকে লাঞ্ছিত ও সরকারি কর্মচারীদের ওপর হামলা এবং ভাংচুরের ঘটনায় পাঁচ আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
গত সোমবার (২রা সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, সহ-সভাপতি হেকিম মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আকরাম হোসেন, মোক্তারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল ফকির এবং ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০শে সেপ্টেম্বর দুপুরে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ ময়েজউদ্দিনের ৩৯ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নেয়ার উদ্দেশ্যে নেতা-কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন মোক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন।
এক পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে গাড়ি রাখা নিয়ে ইউএনও এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন চেয়ারম্যানসহ তার নেতা-কর্মীরা। সে সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং উপজেলা পরিষদ ভবনে ভাঙচুর করে দলীয় নেতা-কর্মীরা।
এ ঘটনায় চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান করে দুই ইউপি সদস্যসহ দলীয় ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে গত শনিবার দিবাগত রাতে আনসার সদস্য এনায়েতুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।
Prottay/Bodiar