ভারতের হাসপাতালে একদিনে ২৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ১১:২৯

আপডেট: ০৩-১০-২০২৩ ১১:২৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সরকারি একটি হাসপাতালে ২৪ ঘণ্টার ব্যবধানে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনই নবজাতক। দেশটির মহারাষ্ট্রের নান্দেদ জেলার সরকারি শঙ্কররাও ভবন হাসপাতালে এই ঘটনা ঘটেছে। 

সোমবার (২রা অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিযেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের নান্দেদের ওই সরকারি হাসপাতালে ১২জন শিশুসহ ২৪ জন মারা গেছেন।    

একদিনে এতো সংখ্যক মানুষের মৃত্যুর জন্য ওষুধ এবং হাসপাতালের কর্মী সংকটকে দায়ী করেছে কর্তৃপক্ষ। হাসপাতাল কর্মীদের বিভিন্ন জায়গায় বদলি করায় কর্মী সংকট তৈরি হয়েছে। এছাড়া, হাসপাতালটিতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাজেটের সমস্যায় পড়ে ওষুধের সংকট দেখা দিচ্ছে।  

এদিকে এই খবরে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারকে আক্রমণ করেছে রাজ্যের বিরোধীরা। এর দায় নিতে হবে বলেও দাবি করেছে তারা।

 

afroza/Bodiar