ফরিদপুরের পথে বিএনপির রোডমার্চ

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ০৯:০২

আপডেট: ০৩-১০-২০২৩ ১৫:৩৫

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের দাবিতে আজ রাজবাড়ি থেকে শরিয়তপুর পর্যন্ত রোডমার্চ করছে বিএনপি। সকালে রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে রোডমার্চের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় থাকতেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিচ্ছে সরকার। দ্রুত তাকে মুক্তি না দিলে ক্ষমতাসীনদের উচ্চমূল্যে বিদায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। 

বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ১৫ দিনের ধারাবাহিক কর্মসূচির শেষ পর্যায়ে বিএনপি। মঙ্গলবার রাজবাড়ির গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুর হয়ে শরিয়তপুর পর্যন্ত রোডমার্চ করছে দলটি। এদিন রোডমার্চে যোগ দেয় বিএনপি’র সাংগঠনিক বিভাগ ফরিদপুরের আশপাশের জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রোডমার্চে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, অর্থনৈতিক মুক্তি, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এক দফার আন্দোলনে নেমেছে বিরোধী জোট। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতাসীনরা দলীয় ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ওপর ভর করে টিকে থাকতে চাইছে। 

গোয়ালন্দ মোড় থেকে শরিয়তপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার রোডমার্চে ফরিদপুরে দুটি, গোপালগঞ্জে একটি, মাদারিপুরে একটি পথসভা হবে। বিকেলে শরীয়তপুর স্টেডিয়ামে হবে সমাপনী সমাবেশ। 

 

GM/Bodiar