কক্সবাজার বিচ কার্নিভাল শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ০৮:৪৭

আপডেট: ০৩-১০-২০২৩ ১১:৪২

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বসেছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। সপ্তাহব্যাপী এই মেলায় আছে দুই শতাধিক স্টল। এছাড়া অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্যের পসরা সাজিয়েছে মেলায়। যা স্থানীয়দের পাশাপাশি আকৃষ্ট করছে পর্যটকদেরও। 

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় এই পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। স্থানীয় লোকজন ও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সপ্তাহব্যাপী এই আয়োজন। মেলায় দুই শতাধিক স্টল বসেছে। যার মধ্যে ৫০টি স্টল নারী উদ্যোক্তাদের। নিজস্ব পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী নানা খাবার পর্যটকদের আকৃষ্ট করছে বলে জানান উদ্যোক্তারা।

এছাড়া এ মেলায় দেখা মিলবে শামুক ঝিনুকের তৈরি বিভিন্ন রকমের পণ্য সামগ্রী। রয়েছে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান, বার্মিজ আচারসহ কক্সবাজারের পর্যটন খাত সংশ্লিষ্ট বাহারি সব পণ্য।  

পর্যটক এবং স্টল মালিকরা বলছেন, সামুদ্রিক মাছের প্রতি পর্যটকদের রয়েছে অন্যরকম আকর্ষণ। তাই সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেছে রেস্তোরাঁ ও দোকানিরা। 

পর্যটকদের আকর্ষণ করতেই এমন আয়োজন বলে জানান আয়োজক কমিটির সদস্য সচিব। 

২৭শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে আজ।

 

Nishat/Bodiar