মোংলায় খাবার পানির সংকট কাটাতে উদ্যোগ

প্রকাশিত: ০৩-১০-২০২৩ ০৮:৪০

আপডেট: ০৩-১০-২০২৩ ১১:৪৩

মোংলা সংবাদদাতা: মোংলা উপকূলের বাসিন্দাদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার লক্ষে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক পদ্ধতির এটিএম বুথ। যেখানে এক টাকার কয়েন দিলেই পাওয়া যাবে চার লিটার বিশুদ্ধ সুপেয় পানি। আর দুই টাকার কয়েনে ৮ লিটার এবং পাঁচ টাকার কয়েন দিলেই ২০ লিটার মিষ্টি পানি। অত্যাধুনিক পদ্ধতির এই এটিএম বুথের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। 

খুলনার মোংলা উপকূল লবণ অধ্যুষিত হওয়ায় বিশুদ্ধ পানির হাহাকার দীর্ঘদিনের। এখানকার বাসিন্দাদের কাছে যেন তা সোনার হরিণ। দূর দূরান্ত থেকে মিষ্টি পানি এনে পান করে জীবন বাঁচানো যেন রীতিমত যুদ্ধ। সেই বঞ্চনা আর অসহনীয় দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি মিলবে এবার। 

অত্যাধুনিক পদ্ধতিতে এটি এম বুথে পাঁচ টাকার কয়েন দিলেই পাওয়া যাবে ২০ লিটার বিশুদ্ধ মিষ্টি পানি। আর এক টাকার কয়েনে চার লিটার ও দুই টাকার কয়েনে আট লিটার মিষ্টি পানি। গোটা আয়োজনটি করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। এতদিন খালের নোনা পানি ফিটকিরি দিয়ে শোধন করে এবং দূর দূরান্ত থেকে মিষ্টি পানি এনে জীবনধারণ করতেন বলে জানান এখানকার বাসিন্দারা।

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় একটি উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নে চারটি এবং রামপাল উপজেলার হুড়কা, গৌরম্ভা ও রাজনগর ইউনিয়নে ছয়টি মিলে মোট ১১টি স্থানে অত্যাধুনিক পদ্ধতির এই এটিএম বুথগুলো স্থাপন করা  হয়েছে । 

দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির এসব প্লান্ট স্থাপন করা হয়েছে জানিয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ায় কোম্পানির উপ ব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, মিষ্টি পানির অভাব এই এলাকার একটি প্রধান সমস্যা। সে সমস্যা নিরসনে সামাজিক দায়বদ্ধতা থেকে কয়েক হাজার পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।  

এই এলাকায় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা, চিকিৎসাসহ আর্থ সামজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজও করা হয়েছে এই প্রতিষ্ঠানের উদ্যোগে।

 

Laiza/Bodiar