আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ইসমাইলিয়া শহরের পুলিশ কমপ্লেক্সে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) ভোরের আগে ছড়িয়ে পড়া এই আগুন অবশ্য কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উত্তর আফ্রিকার এই দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আল জাজিরা বলছে, ভোরের আগে ইসমাইলিয়া নিরাপত্তা অধিদপ্তরের সদর দপ্তরে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ জনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যাদের ২৪ জন ‘শ্বাসকষ্টে’ অসুস্থ হয়ে পড়েছেন এবং দুইজন দগ্ধ হয়েছেন।
sanjida/shimul