কুষ্টিয়া সংবাদদাতা: বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা সত্যি বলেই বিএনপিপন্থী আইনজীবীরা এতদিন তা মিথ্যা প্রমাণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার কুষ্টিয়ায় তাঁর নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ। এসময় দেশের প্রচলিত আইন ব্যবস্থা না মানার মানসিকতায় প্রমাণ করে বিএনপি গায়ের জোরে অনেক কিছুই কায়েম করতে চায় বলেও মন্তব্য করেন সরকার দলীয় এই নেতা।
পরে তিনি জেলা সদর উপজেলার আলামপুর স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক শিক্ষার্থী সমাবেশে অংশ নেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আসগর আলীহসহ স্থানীয় আওয়ামী লীগ ও এঁর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
lamia/shimul