শাহজালালের তৃতীয় টার্মিনাল ৭ই অক্টোবর উদ্বোধন

প্রকাশিত: ০২-১০-২০২৩ ১৭:০৯

আপডেট: ০২-১০-২০২৩ ১৭:০৯

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ই অক্টোবর ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কার্যক্রম শুরু হলে দেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। 

আজ  সোমবার(২রা অক্টবর) দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান, সিভিল এভিয়েশনের  চেয়ারম্যান। 

এসময় তিনি আরো জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ৮৯ শতাংশ শেষ হয়েছে অবকাঠামো নির্মাণ কাজ।  সম্পূর্ণরুপে যাত্রী চলাচলে সময় লাগবে আরো একবছর। জাইকাসহ যৌথ সংস্থা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকবে বলেও জানান তিনি।

 

KNR/shimul