ভাঙা রাস্তা, যত্রতত্র আবর্জনা, ভোগান্তিতে আদাবর এলাকাবাসী

প্রকাশিত: ০২-১০-২০২৩ ১৫:৩৩

আপডেট: ০২-১০-২০২৩ ২২:৪০

সাজ্জাদুর রহমান: বছরখানেক ধরে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকা উত্তর সিটির আদাবর এলাকার বাসিন্দাদের। ঢাকা হাউজিং, আলিফ হাউজিং সহ ৩০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি আবাসিক এলাকার রাস্তা ভাঙা ও ড্রেনেজ ব্যবস্থা খারাপ। হালকা বৃষ্টিতেই পানি জমে যায়। খানাখন্দে ভরা রাস্তা তো রয়েছেই সেই সাথে অনেক ম্যানহোলের ঢাকনা নেই। এ ধরনের সংকট দূর করতে কাউন্সিলরদের ভূমিকা সবচেয়ে জরুরি উলে­খ করে ঢাকা উত্তরের মেয়র বললেন, দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন।

রাজধানীর আদাবরে ঢাকা উত্তর সিটির ৩০ নম্বর ওয়ার্ডের ঢাকা হাউজিং এলাকার চিত্র এটি। বছর খানেক আগে সড়কটি ভালোই ছিলো। কিন্তু ড্রেনেজ লাইন মেরামতের জন্য কাজ শুরু করার পর কিছু দিন কাজ হলেও তা বন্ধ করে দেয় ওয়ার্ড কাউন্সিলর এবং ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর শুরু হয় এলাকাবাসির ভোগান্তি। ম্যানহোলের ঢাকনা খোলা রয়েছে ও খানাখন্দে ভরা রাস্তা। 

গাড়ি, মোটরসাইকেল ও রিক্সা যাওয়ার একমাত্র ভরসা ম্যানহোলের ও পর বিছানো লোহার পাত । হালকা বৃষ্টিতেই পানি জমে। দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দারা।

এই এলাকাটিতে আসতে চাননা ভাড়ায় চালিত মোটরসাইকেল ও রিক্সার চালকরা। ফলে যাতায়াতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। কোন চালক রাজি হলেও সেজন্য যাত্রীদের দিতে হয় বাড়তি ভাড়া।

শুধু ঢাকা হাউজিং নয়, আলিফ হাউজিং, আদাবর বাজারসহ বেশ কয়েকটি এলাকায় এমন ভোগান্তিতে রয়েছেমানুষ। এসব এলাকার সড়কে রয়েছে বড় গর্ত। দুই পাশে কাটা রাস্তা কোনো রকম মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।

সড়কে কাজ ফেলে রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

রাস্তাগুলোর এমন বেহালদশা থেকে স্থায়ী মুক্তি চান ঢাকা উত্তর সিটির ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

 

FR/shimul