নিজস্ব প্রতিবেদক: আয়ের পথ টেকসই নয়, তাই রাতের ঢাকায় খুঁজে ফেরেন জীবন ও জীবিকার পথ। বেঁচে থাকার তাগিদে নিরন্তর চলে রাতের শ্রমজীবী মানুষের জীবনযুদ্ধ। রাত যত গভীর হয় ততই যেন কাজের মধ্যে জেগে ওঠেন তারা। যাদের উপার্জনেই চলে একেকটি পরিবার।
মধ্যরাতে বুড়িগঙ্গায় যাত্রীর অপেক্ষায় মাঝি জামাল। খেয়া পারাপারের আয় দিয়েই চলে তার সংসার। বছরের পর বছর নৌকা চালিয়েও জীবনের পরিবর্তন ঘটেনি। এরপর দ্রব্যমূল্য বেড়ে যাওয়াসহ নানা খরচ সামাল দিতে রাতেও কষ্ট করতে হয় তার। জামালের মতো এমন অনেক মাঝির বুড়িগঙ্গায় রাতজুড়ে চলে জীবন সংগ্রাম।
৪৪ বছর ধরে ঢাকার পথে পথে রাস্তার ধারে পেটিস বিক্রি করেন সংসার চালান ষাটোর্ধ্ব হাসান। স্বল্প আয় দিয়ে জোটেনি থাকার ঘর। একটি কারখানার ছাদে মিলেছে আশ্রয়। ১৭ বছর ধরে অটোরিকশা চালানো ইয়াসিনের গল্পটাও একই রকম। এমন অনেক অজানা জীবন সংগ্রামের গল্প জড়িয়ে আছে রাতের শ্রমজীবী মানুষের।
দেশের মানুষের মাথাপিছু আয় যেমন বেড়েছে তেমনি বেড়েছে বাজেট। অথচ আজও আয়ের সঙ্গে ব্যয়ের তাল মেলাতে গিয়ে হাপিয়ে উঠছেন এসব শ্রমজীবী মানুষ।
Forhad/Bodiar