রাজবাড়ী সংবাদাতা : ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীর পরিবহন বাস মালিকরা ধর্মঘট ডেকেছে। এতে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ (সোমবার) থেকে এ বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাস মালিক সূত্রে জানা যায়, রাজবাড়ীর কোন বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সাথে আলোচনা না করে তারা নিজেদের মতন ট্রিপ পরিচালনা করছিলো। এতে তাদের বাঁধা দেয়ায় ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস কাউন্টারগুলোতে ভাঙচুর করে। পরে তারা ঢাকার বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সাথে আলোচনা করে বিষয়টির সুরহা করা হয়েছিল।
এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালাবে। কিন্তু তারা সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিলো। তাই গত শুক্রবার বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকা ফেরত পাঠায়। এতেই তাদের সাথে আবার দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছে। এতে অনেক যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। যাদের জরুরি কাজ রয়েছে তারা ভেঙে ভেঙে ছোট গাড়িতে, অটোরিকশা, ভ্যান, মাহিন্দ্র, করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে। আবার অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে।
এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Laiza/Bodiar