চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের আয়োজনে বন্দর নগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সিএমবিএ রক ফেস্ট কনসার্ট ২০২৩’।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে রক ফেস্টের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিএমবিএ (চট্টগ্রাম মিউজিকাল ব্যান্ড অ্যাসোসিয়েশন) এর সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিএমবিএ’র বর্তমান সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক রায়হান আল হাসানসহ অনেকে।
কনসার্টের প্রথম দিনে চট্টগ্রামের ১০টি ব্যান্ড পারফর্ম করে। কনসার্টের দ্বিতীয় দিন সোমবার ১৩টি ব্যান্ড মাতবে একক সংগীতের লড়াইয়ে। যার নাম দেয়া হয়েছে ’ব্যাটল অব ব্যান্ড’। এখানে এক ব্যান্ড অপর ব্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় লড়বে। এই লড়াইয়ে বিজয়ীদের পুরষ্কার দেয়া হবে বলে জানান আয়োজকরা।
Prottay/sat