হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে পুকুরের পানিতে ডুবে মুনতাসিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বের) বিকেলে উপজেলার দেবখন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসিন দেবখন্ডা গ্রামের মো. মেজবাউল ইসলামের ছেলে।
দেবখন্ডার গ্রাম্য পুলিশ নয়ন রবিদাস জানায়, রোববার বিকেলে দেবখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটা গ্রাম্য সালিশ চলছিলো। ওই সালিশ শুনতে বাবার সাথে যায় শিশুটি। পরে, সালিশ চলাকালে শিশুটি বাবার অজান্তে বাড়ি চলে আসে।
এর কিছুক্ষণ পরই বাবাও বাড়িতে পৌঁছে। এসময়, পাশের বাড়ির এক প্রতিবেশী, মুনতাসিন পানিতে পড়েছে বলে চিৎকার করে। এসময় তার বাবা পুকুর থেকে ছেলেকে উদ্ধার করে। পরে শিশু মুনতাসিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া জানান, শিশুর বল পুকুরে পড়েছিল। সেটি তুলতে গিয়েই শিশুটি পানিতে পড়ে যায়।
Prottay/sat