ফেনী সংবাদদাতা: নানা সমস্যায় জর্জরিত ফেনী জেনারেল হাসপাতাল। শয্যা সংখ্যার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি, এতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। জনবল সংকটে দীর্ঘদিন বন্ধ রয়েছে সিসিইউ। ব্যহত হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবাও। এছাড়া জরুরি ও বহির্বিভাগে আসা রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে ভর্তি থাকা রোগীর সংখ্যা প্রায় দিগুণ। এতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। এছাড়া কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। এই হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা থাকলেও চালু রয়েছে ৭টি। সেগুলোর মেশিন চালানোর জনবলও নেই।
২০২০ সালে ফেনী সরকারী জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ ও ১০টি সিসিইউ চালু করা হয়। কিন্তু কিছু দিন পরই সিসিইউ বন্ধ হয়ে যায়।
হাসপাতালের তত্ত¡াবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, চাহিদার তুলনায় জনবল কম আছে। টেকনোলজিষ্ট পদও শূন্য। ফলে অনেক মেশিন চালানো যায় না।
প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে বলে জানান তিনি।
lamia/shimul