এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত: ৩০-০৯-২০২৩ ২০:৪৫

আপডেট: ৩০-০৯-২০২৩ ২০:৪৫

ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমসের হকি ইভেন্টে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। শনিবার চীনের হ্যাংজুতে খেলার ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল ইসলাম। 

দ্বিতীয় কোয়ার্টারের ১৭ মিনিটে রুসলান করিমভ উজবেকিস্তানকে সমতায় ফেরান। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে  আবারো এগিয়ে যায় বাংলাদেশ। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি উজবেকিস্তান। ২৬ মিনিটে স্কোরলাইন ২-২ করে বিরতিতে যায় দুই দল। 

৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম এবং ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন আমিরুল ইসলাম।

আগামী দোসরা অক্টোবর গ্রুপ পর্বের  শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Saju/sat