যুক্তরাষ্ট্রে শাটডাউনের শঙ্কা

প্রকাশিত: ৩০-০৯-২০২৩ ১৯:৫৩

আপডেট: ৩০-০৯-২০২৩ ১৯:৫৩

আন্তর্জাতিক ডেস্ক: সরকার ও বিরোধীদলের দ্বন্দ্বে আমেরিকায় সরকারি ব্যয় নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কট্টরপন্থী রিপাবলিকানদের ভেটোতে যুক্তরাষ্ট্রের সরকারী তহবিল বাড়ানোর বিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়নি। পহেল অক্টোবর থেকে  বন্ধ হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। যা দেশটিতে ‘শাটডাউন’ হিসেবে পরিচিত। 

এর ফলে আগামী এক মাসে সরকারি বেশিরভাগ সংস্থার খরচ মেটানো কঠিন হবে বাইডেন প্রশাসনের জন্য। এতে বন্ধ হতে পারে বিভিন্ন সরকারি সংস্থার প্রায় ৪০ লাখ কর্মীর বেতন-ভাতা। পহেলা অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হলেও এখনও কোনো বাজেট বরাদ্দ হয়নি। এজন্য কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারকে তহবিল জোগানোর মেয়াদ ৩০ দিন বাড়ানোর জন্য স্থানীয় সময় শুক্রবার নিুকক্ষে বিলটি আনা হয়। সেখানে বিলটির বিপক্ষে ভোট পড়ে ২৩২টি, আর পক্ষে ১৯৮টি। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, আশা এখনও শেষ হয়ে যায়নি। স্থানীয় সময় শনিবার আবার এক দফা ভোট অনুষ্ঠিত হতে পরে। 

SAI/sat