নিজস্ব প্রতিবেদক: একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, সে সময়ের হত্যা- নির্যাতনের ঘটনাগুলো ইংরেজি ভাষায় প্রকাশ করার কথা বলেছেন বিশিষ্টজনেরা। এতে গণহত্যার সঠিক তথ্য বিশাল জনগোষ্ঠীর সামনে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করেন তারা।
আজ শনিবার রাজধানীতে ‘বাংলাদেশ গণহত্যা স্মরণ ও মুক্তিযুদ্ধ ১৯৭১: বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে এ আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে গণহত্যা জাদুঘরের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, একটি স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী দল থাকতে পারে না।
কেউ যাতে দেশবিরোধী ষড়যন্ত্র করতে না পারে সেজন্যে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
Mukta/sat