নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় মাদক খুঁজতে গিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি পেয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র বহনকারী মুহাম্মদ বশিরসহ ৫জনকে।
আজ শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, দক্ষিণ বাড্ডা এলাকায় একটি জমি নিয়ে আধিপত্য দেখাতে অস্ত্র প্রর্দশনের জন্য তাদের একত্রিত করেছিল মাদক ব্যবসায়ী নুর আলম রনি। তাকে ও মাদক খুঁজতে গিয়ে সন্ধান মেলে সেভেন পয়েন্টের সিক্স ফাইভ ক্যালিবারের একটি চায়না পিস্তল। সাথে ছিলো দুই রাউন্ড গুলি।
পুলিশ জানায়, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে নানা ধরণের বিদেশি অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো আসামিরা। নিজেরাও অংশ নিতো সন্ত্রাসী কর্মকাণ্ডে। এ অস্ত্র আসন্ন নির্বাচনে নাশকতার জন্য আনা হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
Rakib/sat