জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা কেটে যাবে'

প্রকাশিত: ৩০-০৯-২০২৩ ১৯:৪৪

আপডেট: ৩০-০৯-২০২৩ ২১:৩৭

নিজস্ব প্রতিবেদক: জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা শিগগিরই কেটে যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারষ্পরিক আলোচনা হলে নির্বাচন নিয়ে যে বিতর্ক রয়েছে তা কেটে যাবে। 

আজ (শনিবার) দুপুরে, রাজধানীর এফডিসিতে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছায়া সংসদে এসব বলেন মন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো শিষ্টাচারের পরিচয় দিলে দলীয়ভিত্তিতে নির্বাচন স্থানীয় সরকারে সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। 

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর হবে।

salma/sat