'খালেদা জিয়াকে নিয়ে সরকারের বক্তব্য মিথ্যাচার'

প্রকাশিত: ৩০-০৯-২০২৩ ১৯:২৮

আপডেট: ৩০-০৯-২০২৩ ২১:৩৮

নিজস্ব প্রতিবেদক: রাজনীতি থেকে দূরে সরাতেই অসুস্থ খালেদা জিয়াকে সরকার বিদেশে উন্নত চিকিৎসায় যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র নেতারা। খালেদা জিয়াকে নিয়ে সরকারের বক্তব্য মিথ্যাচার বলেও দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে। শিগগিরই নতুন কর্মসূচি দেয়ার ঘোষণাও দেন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতারা। 

এক দফা দাবি আদায়ে রাজধানীর মতিঝিলে আয়োজন করা হয় জাতীয় শ্রমিক-কর্মচারী কনভেনশন। এতে সরকার বিরোধী ২০টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে বৃহত্তর শ্রমিক ঐক্যের ঘোষণা দেয়া হয়।

সম্মেলনে অংশ নিয়ে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অভিযোগ করেন, সরকার দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করায় অর্থনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দেশের অস্তিত্ব রক্ষায় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই বলে দাবি করেন নেতারা।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিবসহ যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতারা।

GM/sat