নিজস্ব প্রতিবেদক: কর্মসূচির নামে বিএনপিকে আর রাজপথ দখলের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে কৃষক লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত জোটের হাতে দেশ, জনগণ ও স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার আহবান জানান তিনি।
বিএনপি জামাত জোট সরকারের আমলে নিহত কৃষকদের স্মরণে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই কৃষক মহাসমাবেশের আয়োজন করে কৃষক লীগ। এ উপলক্ষে গুলিস্তান, জিপিও মোড়, বঙ্গবন্ধু এভিনিউ সহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মহাসমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, সরকার পতনের হুমকিকে আওয়ামী লীগ ভয় পায় না। খুনী কোন দলকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন দল, তারা এখন বিদেশিদের ওপর ভর করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। এই দলের কাছে দেশের জনগণ ও স্বাধীনতা কোন কিছুই নিরাপদ নয়।
কর্মসূচির নামে বিএনপিকে আর রাজপথ দখল ও ঢাকা ঘেরাও করার সুযাগ দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার সন্ত্রাস করলে প্রতিহত করা হবে।
বিএনপি জামাত জোট সরকারের সময় সীমাহীন দুর্নীতির চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে আর অন্ধকারে ফিরে যেতে দেয়া হবে না।
Zubayer/sat