সাগরে লঘুচাপের প্রভাবে সুন্দরবনের করমজল প্লাবিত

প্রকাশিত: ৩০-০৯-২০২৩ ১৯:০১

আপডেট: ৩০-০৯-২০২৩ ১৯:০১

খুলনা প্রতিবেদক: বঙ্গোপসাগরে লুঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদ-নদীতে পানি বেড়েছে। 

আজ শনিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে স্বাভাবিকের চেয়ে ২ থেকে আড়াইফুট পানি বৃদ্ধি পায়। 

পানির উচ্চতা বেড়ে যাওয়ায় খুলনার পাইকগাছায় শিপসা নদীর পাশে গদাইপুর মালোমাড়ার নিকটে বেড়িবাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র প্লাবিত হয়েছে।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হওযায় জেলার কপোতাক্ষ, শাকবাড়িয়া, শিপসা, পশুরসহ বিভিন্ন নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে আড়াইফুট উচ্চতায় প্রবাহিত হয়েছে। অনেকস্থানে বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে বলে জানান তিনি।

 

Kaniz/sat