নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার কক্সবাজারে দৈনিক যায়যায়দিন এর একটি অনুষ্ঠান চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ নিৎশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত হেলাল উদ্দিন চৌধুরী স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হেলাল উদ্দিন চৌধুরী ১৯৭৪ সালে দৈনিক গণকণ্ঠ দিয়ে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি দীর্ঘ সময় ধরে দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ছিলেন। পরে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
sanjida/shimul