ফেনী সংবাদদাতা: ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংকের গ্যাসে দম বন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ছাগলনাইয়া থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।
শুক্রবার রাতে শ্রমিকরা কাজের পর বাসায় না ফেরায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা।
ছাগলনাইয়া থানার ওসি স্বুদিপ রায় বলেন, ‘নতুন ট্যাংকির সেন্টারিং খোলার জন্য ওই শ্রমিকরা ভেতরে প্রবেশ করেন। এ সময় গ্যাসের বিষক্রিয়ায় দম বন্ধ হয়ে তারা মারা যান।’
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Rehana/shimul