নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়বে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সাথে জলোচ্ছ¡াস হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
রোববার থেকে সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হওয়ায় এর প্রভাবে উপকূলীয় এলাকায়সহ সারা দেশে মেঘলা আকাশের পাশাপাশি অনেক স্থানে বৃষ্টি শুরু হয়েছে।
যেসব এলাকায় বৃষ্টি হচ্ছে না সেসব স্থানে এখনো গরম অনুভুত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা অস্বস্তিতে রয়েছে কর্মজীবী মানুষ।
ঝড়ের আশঙ্কায় সমুদ্র ও নদীবন্দরে সতর্কআ সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
Rehana/shimul