'গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতায় থাকতে চাইছে সরকার'

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ১৯:৩১

আপডেট: ২৯-০৯-২০২৩ ১৯:৩১

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এবার সেই সুযোগ দেয়া হবেনা বলেও হুঁিশয়ারি দিয়েছেন তিনি। রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা মঈন খান বলেন, বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল এই সমাবেশের আয়োজন করে। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিতে থাকার জন্য বন্দী রাখা হয়েছে খালেদা জিয়াকে। তাকে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। বর্তমান সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারাতে হবে। 

এর আগে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শুক্রবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এসময় অভিযোগ করে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে সম্পদ পাচারে ব্যস্ত সরকার।

TH/sat