নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞার ভয় পেলে একাত্তর সালে দেশ ম্বাধীন হতো না, এখন ভয় পেলে দেশের উন্নয়ন অগ্রগতি থেমে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
দেশে অস্বাভাবিক সরকার গঠনের ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, দেশবিরোধী এই ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। কারো হুমকি ধমকিতে শেখ হাসিনা ভিতু নয় বলেও জানান ওবায়দুল কাদের।
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে বলেও জানান তিনি।
MRP/sat