কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উদযাপন ও বিচ কার্নিভালের অংশ হিসেবে 'নৌ-র্যালি' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ট্যুর অপারেটর অব কক্সবাজার এর আয়োজনে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের নেতৃত্বে ৩০ টি স্পিড বোট যোগে কক্সবাজার বিআইডব্লিউটিএ নৌ ঘাট থেকে নৌ-র্যালিটি শুরু হয়।
এসময় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, ট্যুর অপারেটর নেতৃবৃন্দসহ পর্যটন সংশ্লিষ্ট তিন শতাধিক মানুষ নৌ-র্যালিতে অংশ নেন। নৌ-র্যালিটি শুক্রবার দুপুরে মহেশখালী ঘাটে পৌঁছালে মহেশখালী উপজেলা প্রশাসন, দ্বীপের বাসিন্দারা ও বিপুল সংখ্যক পর্যটক নৌ-র্যালিতে অংশ নেয়াদের অভিবাদন জানান।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক শাহীন ইমরান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেনসহ আরও অনেকে।
Prottay/sat