গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে নানা আয়োজনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে কেক কাঁটা হয়।
এসময় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বাকি উপজেলাগুলোতেও আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
Kaniz/sat