নয়াপল্টনে মহিলা দলের সমাবেশ চলছে

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ১৬:২৯

আপডেট: ২৯-০৯-২০২৩ ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ চলছে।

শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। সারা দেশে থেকে জুমার নামাজের পর মহিলা দলের নেতাকর্মীরা বেনার ফেস্টুন নিয়ে সমাবেশে জড়ো হন।

মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। সারা দেশের মহিলা দলের নেতাকর্মীরা বেনার ফেস্টুন নিয়ে সমাবেশে জড়ো হয়েছেন। 

afroza/sat