দক্ষিণখানের সড়কে বছরজুড়ে ভোগান্তি

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ১৪:২৫

আপডেট: ২৯-০৯-২০২৩ ১৫:৫৮

সালমা জাহান মুক্তা :  বছরের বেশিরভাগ সময় রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকার বিভিন্ন সড়ক ডুবে থাকে নোংরা পানির নিচে। সামান্য বৃষ্টি হলেই এ এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পৌঁছায় চরমে। দক্ষিণখান বাসীর চলাচলের প্রধান সড়কটিতে ড্রেনের পানি উপচে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা আর  দুর্গন্ধ নিত্যসঙ্গী। আছে সড়ক খোঁড়াখুড়ির কারণে হওয়া যন্ত্রণাও। এলাকাবাসীর এমন দুর্ভোগ কবে কমবে জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সমস্যা সমাধানে এলাকার সড়ক উন্নয়নের কাজ চলছে। 

উত্তরার আজমপুর কাঁচাবাজার ও সিএনজি পাম্প থেকে  মাজার পর্যন্ত এলাকার বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র। সাথে আাছে তীব্র দুর্গন্ধ। সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় এই এলাকা। এখানকার বাসিন্দাদের দুর্ভোগের কোন অন্ত থাকে না।   

বৃষ্টি না এলেও ড্রেনের পানি রাস্তার উপরে উঠে এসে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নোংরা পানি আর দুর্গন্ধে নাভিশ্বাস এলাকাবাসীর। আবার, সংস্কারের জন্য রাস্তা খুঁড়ে ফেলে রাখায় তৈরী হয় যানজট। ঘটে দুর্ঘটনাও।

এই এলাকার মানুষ কেন সুবিধাবঞ্চিত এবং কেন তাদের অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে? জানতে চাইলে, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামিম জানান, এটি অত্যন্ত জটিল একটি সমস্যা, যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে।  

উত্তরখান ও দক্ষিণখান এর কিছু কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বলেও জানান তিনি। সংকট দুর করতে কাজ চলছে 

 

salma/shimul