রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের প্রথম চালান

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ১৩:৪২

আপডেট: ২৯-০৯-২০২৩ ১৪:২৬

সিরাজগঞ্জ সংবাদদাতা: রাশিয়া থেকে ঢাকায় আসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর যাচ্ছে আজ শুক্রবার। সড়ক পথ দিয়ে পাড়াপাড়কে কেন্দ্র করে আজ ভোর থেকেই নিরাপত্তার স্বার্থে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে পরিবহন চলাচল সীমিত করা হয়। সকাল ৮ টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। 

এসময় মহাসড়কের সাথে সংযুক্ত সকল আঞ্চলিক সড়কের পরিবহন ও মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল সারে ৯টার দিকে ফ্রেস নিউক্লিয়াস ফুয়েলের পরিবহনের বহর বঙ্গবন্ধুসেতু পশ্চিম গোলচত্বর অতিক্রম করে। বহরে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর পর্যাপ্ত গাড়ি ছিলো।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কে নিরাপত্তার জন্য গুরুত্বপুর্ণ স্থানসহ পুরো মহাসড়ক জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্যমোতায়েন করা হয়েছিলো। 

ইউরেনিয়াম বহনকারী পরিবহনের বহরটি বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত পাঁচলিয়া নতুন ট্রাক টারমিনালে ৪০ মিনিটের যাত্রা বিরতি দেয়। পরে যাত্রা বিরতী শেষে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক হয়ে পাবনার দিকে রওনা হয়। মহাসড়কের নাটোর বনপাড়া হয়ে দাশুরিয়া দিয়ে পাবনায় যাবে বলে জানানো হয়েছে। সকাল সারে ১০টার পরে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যান চলাচল উন্মুক্ত করে দেয়া হয়।

lamia/shimul