প্রধানমন্ত্রীর জন্মদিনে তুরাগ নদে নৌকাবাইচ

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ১০:৩৮

আপডেট: ২৯-০৯-২০২৩ ১০:৫৮

নিজস্ব প্রতিবেদক: নৌকা বাইচের ছন্দে রাজধানীতে ঢেউ উঠলো তুরাগ নদের বুকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বিআইডাব্লিউটিএ’র এই আয়োজনে অংশ নেয় আটটি নৌকা ও তার মাঝিরা। যা দেখতে ঢল নেমেছিলো নদের দুই তীরে।

শরতের বিকেলে নৌকা বাইচ দেখতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে মানুষের ঢল নামে তুরাগ নদীর দুই তীরে। উৎসাহ জোগান বাইচে অংশ নেয়া প্রতিযোগীদের। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই নৌকা বাইচের আয়োজন করে বিআইডব্লিউটিএ। তুরাগ নদে প্রতিযোগিতায় মেতে উঠে ৮টি দল। বিভিন্ন রঙের পোশাক গায়ে নৌকা ভাসান মাঝিরা। 

এমন আয়োজনে খুশি রাজধানীবাসী। নিয়মিত নৌকা বাইচ আয়োজনের অনুরোধ জানালেন তারা। 

প্রতিযোগিতা শেষে পুরষ্কার তুলে দেয়া হয় বিজয়ীদের মাঝে। এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী  বলেন, নগরে গ্রাম বাংলার ঐতিহ্য চর্চার জন্য এই আয়োজন। 

প্রতিযোগিতায় কর্ণফুলী নদীর নামে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে শিকদার বাড়ি। 

 

Piash/shimul