লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৪টি গ্রামের কৃষি জমিতে অতিবৃষ্টি আর বন্যার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় চাষীরা এসব জমিতে আমন, আউশ, বোরোসহ কোন আবাদ করতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চেয়েছে ভুক্তভোগী দুই শতাধিক চাষী।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের তালুক খুটামারা, কিসামাত খুটামারা, খাতাপাড়া ও পূর্ব দৈলজোড় গ্রামে ছয়শ’ বিঘা জমি এভাবেই পানিতে তলিয়ে থাকে। দীর্ঘ দশ বছর ধরে বন্যা আর সামান্য বৃষ্টি হলেই এসব জমিতে দেখা দেয় জলাবদ্ধতা। এরফলে চাষবাদ করতে পারেন না দুই শতাধিক চাষী। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সরকারি খাস জমি লিজ নিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী মহল। এরফলে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।
জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও কৃষি বিভাগকে লিখিতভাবে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
জলাবদ্ধতা নিরসন করে জমিগুলোতে চাষাবাদের উপযোগী করার ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান।
Nishat/shimul