খুলনায় পর্যটনে সুদিন এনেছে পদ্মা সেতু

প্রকাশিত: ২৯-০৯-২০২৩ ০৯:৫৯

আপডেট: ২৯-০৯-২০২৩ ১০:৫৬

খুলনা সংবাদদাতা: খুলনায় পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সুন্দরবনসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ভিড় বেড়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে করা হচ্ছে নতুন নতুন স্থাপনা। তবে দেশি-বিদেশী পর্যটকদের জন্য পর্যাপ্ত সুবিধা না থাকার কথা জানালেন দর্শনার্থীরা। 

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ছাড়াও খুলনায় আছে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ^শুরবাড়ি, বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল­ চন্দ্র রায়ের জন্মভিটা, দেশের প্রথম মেয়েদের স্কুল ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়সহ ঐতিহ্যবাহী নানা স্থান। এসব স্থানের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভীড় করেন হাজার হাজার পর্যটক। পদ্মা সেতু হওয়ার পর যোগাযোগ সহজ হওয়ায় ভীড় কয়েকগুণ বেড়েছে। এর ফলে জেলায় পর্যটন কেন্দ্রিক নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে।

স্থানীয়রা জানালেন, পর্যটক বরণে পর্যাপ্ত ব্যবস্থা নেই জেলায়। পর্যটকদের আকৃষ্ট করতে আবাসন ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান স্থানীয়রা।

সুন্দরবনসহ খুলনার দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসন। 

দেশের পর্যটন খাতের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানালেন, স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। 

 

Laiza/shimul