ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দল থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল।
আইসিসির নিয়মানুযায়ী, বিশ্বকাপ দলে পরিবর্তনের আজ (২৮ সেপ্টেম্বর) শেষ দিন। এরপর যদি কোনো দেশ দলে পরিবর্তন আনতে চায় তাহলে তাদের আইসিসির শর্তানুসারে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে। সেজন্য বেশ তড়িঘড়ি করেই বিশ্বকাপ স্কোয়ার্ডে অশ্বিনকে যুক্ত করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর। হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি এই স্পিনারের। সে কারণে তার জায়গায় ডানহাতি স্পিনার অশ্বিনকে নেওয়া হয়েছে। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দলে অশ্বিন।
এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সুযোগ পান তিনি। দেড় বছর পর ওয়ানডে দলে ফেরানো হয় তাকে। অশ্বিন সেই সিরিজে মোট ৪টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিনকে তারপর দলে নেওয়ার জন্য দাবি উঠতে শুরু করে। একই ধরনের তিন জন স্পিনারকে বিশ্বকাপের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক) শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
afroza/sat