কাল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা

প্রকাশিত: ২৮-০৯-২০২৩ ২০:১৪

আপডেট: ২৮-০৯-২০২৩ ২০:১৪

ক্রীড়া ডেস্ক: ভারতের গৌহাটিতে আগামীকাল বিশ্বকাপ ক্রিকেটের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বিকালে গৌহাটিতে ফুরফুরে মেজাজে অনুশীলন করে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটারা। 

বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে প্রস্তুতি ম্যাচ বেশ গুরুত্ব দিয়ে খেলতে চায় টাইগাররা। কেননা নিজেদের ভুলত্র“টি শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচে। তাই প্রস্তুতি ম্যাচ হলেও শ্রীলঙ্কাকে হারাতে বদ্ধপরিকর সাকিব আল হাসানের দল। 

এদিকে, এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে টানা জয়ে অনেকটা আত্মবিশ্বাসী লঙ্কানরা। বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে শুভ সূচনা করতে চায় দানুস সানাকার দল। বার্সাপারা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে শুক্রবার দুপুর আড়াইটায়। 

Saju/sat