নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। বৃহস্পতিবার ঢাকার আমিন বাজারে সমাবেশে তারা বলেন, যারা কারচুপির নির্বাচন করার চেষ্টা করবে দেশে বিদেশে তাদের তালিকা তৈরি করা হবে। রাজপথ দখলে রাখতে সামনে নতুন কর্মসূচি আসবে বলে জানান বিএনপি নেতারা।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকার আমিনবাজারে সমাবেশ করে বিএনপি’র ঢাকা জেলা শাখা। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি’র আন্দোলনে ভীত হয়ে দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে সরকার। ক্ষমতা ধরে রাখতে আবারও কারচুপির নির্বাচনের চক্রান্ত চলছে বলেও দাবি করেন বিএনপির নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পদত্যাগের এক দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে।
শিগগিরই সরকার পতনের আরও নতুন কর্মসূচি আসবে জানিয়ে রাজপথেই সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান আমির খসরু।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা।
GM/sat