পালানো সেই সেনা এখন মার্কিন হেফাজতে

প্রকাশিত: ২৮-০৯-২০২৩ ১৮:৩১

আপডেট: ২৮-০৯-২০২৩ ১৮:৩১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় পালিয়ে যাওয়া ট্র্যাভিস কিং নামের সেই মার্কিন সেনাকে বের করে দিয়েছে পিয়ংইয়ং। এরপরই তাকে হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত জুলাই মাসে তিনি দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়া পালিয়ে গিয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া থেকে বহিষ্কারের পর মার্কিন সৈনিক ট্র্যাভিস কিং এখন আমেরিকার হেফাজতে রয়েছে। 

২৩ বছর বয়সী এই মার্কিন সেনা গত জুলাই মাসে অবৈধভাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিলেন। উত্তর কোরিয়ার গণমাধ্যম পরে জানিয়েছিল, মার্কিন সেনাবাহিনীর মধ্যে ‘অমানবিক আচরণ’ ও বর্ণবাদের কারণে তিনি পালিয়ে এসেছেন।   

বিবিসি বলছে, চীনের সীমান্ত শহর ডান্ডংয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করার পর কিংকে স্টেট ডিপার্টমেন্টের বিমানে করে দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। 

afroza/sat