নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়ায় রাতের খাবার খেয়ে অসুস্থ দুই বোনের হাসপাতালে মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮মে সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও নন্দীগ্রাম উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তারা।
নিহতরা হলেন সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ নাজিম উদ্দিনের মেয়ে ফীমা খাতুন ও ফারিয়া খাতুন।
জানা যায়, বুধবার রাতে খাবার পর দুই বোন বমি করতে থাকে। পেটে ব্যথা অনুভূত হলে তাদেরকে পাশ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার বিজরুল ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফীমা। পরে ফারিয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খাবারে বিষক্রিয়ার মাধ্যমে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Kaniz/sat