নাটোর সংবাদদাতা: নাটোরের বড়াইপাড়াগ্রামে কাভার্ডভ্যানের চাপায় স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান (৬৫) নিহত হয়েছেন ।
তিনি পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন । পেশায় তিনি একজন ঠিকাদার।
আজ বেলা ১১টার দিকে পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বনপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।
sayma/sat