মাটির নিচ দিয়ে তার: ঢাকা-চট্টগ্রামে ৫ বছর লাগবে

প্রকাশিত: ২৮-০৯-২০২৩ ১৪:৩০

আপডেট: ২৮-০৯-২০২৩ ১৫:৫২

নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে স্থাপন করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

আজ বৃহস্পতিবার(২৮শে সেপ্টেম্বর) সকালে, ধানমন্ডি এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী। 

এরইমধ্যে ঢাকার ধানমন্ডি এলাকার ৩৪টি সড়কের বিদ্যুৎ বিতরণ লাইন মাটির নিচে প্রতিস্থাপন করা হয়েছে। এই এলাকার বর্তমান বিদ্যুৎ চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, ক্রমান্বয়ে এই ব্যবস্থা আরও বেশ কয়েকটি জেলায় নিয়ে যাওয়া হবে। এতে করে বিদ্যুতের অপচয় ও চুরি যেমন ঠেকানো যাবে, তেমনি গ্রাহক নিরবিচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ পাবে। চীনের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডিপিডিসি।

 

LGR/prabir