নিজস্ব প্রতিবেদক : ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন তামিম। এই ভিডিও বার্তায় তিনি জানান, তাকে পরিকল্পনা করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে।
তার দাবি, ব্যাটিং পজিশন পরিবর্তন করে বিশ্বকাপে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। আর সে কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি। এরপর, সাকিব আল হাসান একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকারে এ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাকিবের ওই সাক্ষাতকারের রেশ না কাটতেই তামিম তার ফেসবুকে স্ট্যাটাস দেন।
সেখানে তিনি সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের ব্যাট করার মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন। ওই ম্যাচে ৫৮ বলে ৪৪ রান করেন তামিম। ওই ছবির ক্যাপশনে লিখেছেন, আপনার মুখ সবসময় রোদের দিকে রাখুন, ছায়াই আপনার পেছনে পড়বে।
FR/prabir