তামিমকে নিয়ে যা বললেন সাকিব

প্রকাশিত: ২৮-০৯-২০২৩ ১২:৩৮

আপডেট: ২৮-০৯-২০২৩ ১২:৩৮

এস.এম.সুমন: তামিম ইকবালকে বিশ্বকাপ ক্রিকেট দলে না রাখা নিয়ে বিসিবির নির্বাচক প্যানেলের সাথে কোন আলোচনাই হয়নি বলে মন্তব্য করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবালকে যদি বোর্ডের কেউ মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দিয়ে থাকে তাহলে সেটা দলের মঙ্গলের জন্যই করা হয়েছে বলেও স্পোর্টস চ্যানেল টি- স্পোর্টসকে সাক্ষাতকারে জানিয়েছেন তিনি। 

আর এই প্রস্তাবে  অভিমান করাটাকে তামিম ইকবালের অপেশাদার আচরণ বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে টি- স্পোর্টসকে এই সাক্ষাতকার দেন তিনি। 

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। তবে বিশ^কাপের আগে বাংলাদেশের ক্রিকেটে চলছে নানা নাটকীয়তা। আর তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বন্দ এতটাই চরমে পৌঁছেছে যে এর রেশ ড্রেসিং রুমের গন্ডি পেরিয়ে বাইরেও চলছে। বিশ্বকাপ দল থেকে সাকিবের ইন্দোনে তামিম বাদ পড়েছেন, আর বোর্ড নোংরামি করে, অনেকটা ইচ্ছে করেই তাকে দল রাখেনি। এমন কথা বুধবার বিকেলে ভিডিও বার্তায় বলেছেন তামিম ইকবাল। 

স্পোর্টস চ্যানেল টি- স্পোর্টসকে বিশ^কাপ খেলতে ভারতে যাওয়ার আগে এক সাক্ষাতকারে অনেক প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান, তামিম ইকবালকে দলে না রাখার বিষয়ে বিসিবির নির্বাচক প্যানেল কিংবা বোর্ডের কারো সাথে কোন আলোচনা হয়নি তার। 

বোর্ডের উর্ধ্বতন এক কর্তা ফোন করে তামিমকে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে খেলতে বারণ করেন এবং পরে মিডল অর্ডারে খেলার কথা বলেছেন। তার ওই প্রস্তাবে তামিমের প্রতিক্রিয়া দেখানোকে অপেশাদার বলে মন্তব্য করেন সাকিব।

এশিয়া কাপের আগে তামিম ইকবালের হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা, অনিচ্ছা সত্ত্বেও তাকে দলের নেতৃত্ব দেয়ার প্রসঙ্গেও উত্তর দিয়েছেন তিনি। 

তবে বিশ্বকাপ শেষেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বলেও পরিষ্কার জানিয়েছেন সাকিব আল হাসান। 

 

SMS/prabir