কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে

প্রকাশিত: ২৮-০৯-২০২৩ ০৯:০২

আপডেট: ২৮-০৯-২০২৩ ১৩:৫২

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ায় পদ্মার চরাঞ্চলে শিক্ষার আলো জ্বালানো প্রথম স্কুল চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন নদী ভাঙনের মুখে দাঁড়িয়ে। পদ্মা নদী থেকে আর মাত্র ৫ মিটার দূরে আছে বিদ্যালয়টি। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বিদ্যালয়ের পুরাতন ভবনটি। এই ভবনটি রক্ষা করতে না পারলে হুমকির মুখে পড়বে শতাধিক শিশুর শিক্ষাজীবন। 

চরাঞ্চলের শিশুদের শিক্ষার জন্য ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়ার চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। পদ্মা নদী থেকে অনেক দূরে প্রতিষ্ঠা করা হলেও গত ২০ বছর ধরে নদীর পাড় ভাঙতে ভাঙতে এখন বিদ্যালয় প্রাঙ্গনে চলে এসেছে। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে স্কুলের পুরাতন ভবনটি। যে কোন মুহূর্তে বিলীন হতে পারে বিদ্যালয়ের নতুন ভবনটিও।

বিদ্যালয়টি নদী গর্ভে চলে গেলে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যাওয়ার আতংকে আছেন স্থানীয়রা। 

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানালেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। 

পানি ও স্রোত বেশি থাকায় এখানে ভাঙন প্রতিরোধে কোন পদক্ষেপ নেয়া যাচ্ছেনা বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

 

lamia/prabir